সোমা দে
শুধুই কি মানুষ ভূত হয়? উঁহু। আরও অনেক কিছু হয়। যেমন ধরুন, এক ভদ্রলোক ৩৫ বছর ধরে একটি পাড়ার রকে বসতেন, এখন থাকেন অন্য পাড়ায়। সেই রকে গত ৩৫ বছর ধরে সকাল ৮টায় চা খেতেন, পেপারটি পড়ে সাইডে রাখতেন, একটি পেন তার ওপরে। এখন সেখানে অন্য ছেলেপিলে ভিড় করে। অথচ প্রতিদিন সকাল আটটায়, চায়ের ভাঁড় পাওয়া যায় সেই কোণায়, পেপার থাকে। পেনটাও। ছেলেপিলেরা অবাক হয়ে, কিছু দিন তক্কে তক্কে থেকেও, এ সব কোথা থেকে আসে, বা কে রাখে দেখতেই পায় না। চোখের পলক পড়লেই সে সব হাজির, ঠিক সকাল আটটায়। ঠিক তেমনই বইও ভূত হয়। এই যেমন ধরুন এই বই! এই বইয়ের নাম অদ্ভুত ODDBOOK। এই কয়েক মাস আগে এই ভূতের সন্ধান আমি পেয়েছি আর তারপর তার সম্পর্কে যা জেনেছি, তা কিছুটা এরকম যে, এই ভূত ভালো মানুষ। মিষ্টি কেড়ে খায় না! অফার করে! ৬ রকমের মিষ্টি। ছয়, বুঝলেন। অর্থাৎ সাতে-পাঁচে নেই।
নলেন গুড়, রসমালাই, ছানাবড়া, জিলিপি, চমচম আর ক্যারামেল কাস্টার্ড। ব্যাপারটা কীরকম, একটু বলে দিই। নমস্কার আমি সোমা দে। গত ৬/৭ বছর ধরে ফেসবুকে ছদ্মনামে লেখালেখি করেছি। কিছু পত্রপত্রিকায়, ডিজিটাল বা ছাপা মাধ্যমে লেখা ছড়িয়েছে। সেই সব লেখাগুলো দেখলাম, মানুষকে হাসিয়েছে, ভাসিয়েছে, চোখের কোণ চিকচিক করিয়েছে। তাতেই খানিক ভরসা পেয়ে সমস্ত লেখা একজায়গায় আনতে গিয়ে আবিষ্কার হল এই ভূতবুকের। নানা লেখা ৫ টি বিভাগে ভাগ করা হয়েছে, প্রেম প্রেম অর্থাৎ নলেন গুড়। আমার প্রাণ প্রিয় রসিকবাবু আছেন রসমালাই-এ। একটু গা ছমছম, তাতে চোখ ছানাবড়া। শুধুই বাঙালি মিষ্টি থাকবে, এমন প্রেজুডিস নেই এই ভূতের, তাই বিদেশি মিষ্টি সহাবস্থান করছে। আমার বিদেশ ভ্রমণের কিছু অভিজ্ঞতা যা কিছু পত্রিকা যেমন ‘এই সময়ে’ ছাপা হয়েছে, তা এসেছে ক্যারামেল কাস্টার্ড হয়ে। আর সবরকম মিলিয়ে মিশিয়ে mixed bag অর্থাৎ চমচম। আর এর মাঝেই আছে আমার আঁকিবুকি, লেখার মাঝে রেখা, তারা হাজির হয়েছে জিলিপি হিসেবে।
মেনু আর তেনাদের আড্ডা-আলাপের একটুকরো অদ্ভুত অডবুকের পাতাতেও।
সুমন বলেছেন, সাহিত্য মরে পুজো সংখ্যার চাপে। সাহিত্য বাঁচুক!
যার এবার পুজোয় বাড়ি ফেরা হল, যার হল না, যার পুজোয় প্রেম আছে, যার পরের পুজোয় হবে সেই আশা আছে, যার লাঞ্চে বেগুনের ঝোল, যার মটন কষা, যার বাংলা লিখতে বানান ভুল হয়, যার এখনও বাংলা খাওয়া হয়নি, যে প্যারিসে পারশে খোঁজে, যে মন খারাপে সোনার কেল্লা দ্যাখে, তাদের সবার ভালো লাগবে বলেই বিশ্বাস।




এখানে আপনার মন্তব্য রেখে যান