পয়লা বৈশাখে ‘ও কলকাতা’র পাঠক ও শ্রোতা বন্ধুদের নববর্ষের অনেক শুভেচ্ছা জানাই। এই নতুন বছরে আমরা কাজ করছিলাম বেশ কিছু উদ্যোগ নিয়ে। আজকে সেই আনন্দের খবর আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগছে।
আপনারা সবাই জানেন – আমাদের মূল ওয়েবসাইট okolkata.com এর পাশাপাশি আমাদের বিভিন্ন স্বাদের অডিও স্টোরি নিয়ে আমাদের কাজ শুরু হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। এখন থেকে আমাদের সমস্ত অডিও নিয়ে তৈরি হয়েছে একটি নতুন পডকাস্ট ওয়েবসাইট – www.okolkataradio.com
এই ওয়েবসাইটটি তৈরি করার কারন এই অডিও গুলো ইউটিউবের পাশাপাশি বিভিন্ন পডকাস্ট প্লাটফর্ম যেমন স্পটিফাই, অ্যামাজন মিউজিক এই সব জায়গায় শোনা যাবে। পডকাস্টের সুবিধা হল এই যে আপনারা এপিসোডগুলি অ্যাপে ডাউনলোড করে অফলাইন শুনতে পারবেন।
এখনও অবধি যা যা আমাদের যা যা অডিও প্রজেক্ট হয়েছে তা সব মিলে চ্যানেল ও পডকাস্ট দুই জায়গাতেই থাকবে, এর জন্য কিছুটা কাজ বাকি রয়েছে। কিছুদিনের মধ্যেই সম্পন্ন হবে। আপনারা ও কলকাতা রেডিও সাইটটি থেকেই স্পটিফাই ও অন্যান্য প্লাটফর্মের লিংক পেয়ে যাবেন। তাই নতুন করে লিংক দেওয়া হচ্ছে না।
দ্বিতীয় খবরটি হল এই যে আমরা শুরু করছি একটি ছোটদের অডি স্টোরি বিভাগ – এখানে ছোটদের জন্য বিভিন্ন বাংলা গল্পের লেখার অডিও তৈরি করা হবে। আমাদের ও কলকাতা রেডিওর সাইটে ছোটদের বিভাগের লিংক থাকবে। এই বিভাগের প্রথম পর্ব হল উপেন্দ্রকিশোর রায়চৌধুরির অমর সৃষ্টি টুনটুনির বই থেকে একটি গল্প, মজন্তালি সরকার।
নববর্ষ উপলক্ষ্যে ১৪ই এপ্রিল প্রকাশিত হচ্ছে এই গল্পটি। আমরা আরও অনেক গল্প নিয়ে কাজ করছি। পাশাপাশি লেখকদেরও অনুরোধ করব, ছোটদের জন্য লিখতে। আপনারা জানেন আমাদের পত্রিকায় কিভাবে লেখা জমা নেওয়া হয়।





এখানে আপনার মন্তব্য রেখে যান