সুখের দিন বড্ড তাড়াতাড়ি বোধহয় কেটে যায়! যেদিন আমার বাড়িতে গোলাপী রঙের সামনে বাস্কেট দেওয়া লেডিবার্ড সাইকেলটা এল, খুশিতে আমাকে দেখিয়ে সাইকেলে চড়ে একপাক দিয়ে এল পুনম। তা দেখে পাড়ার রকে ফিসফিসিয়ে শব্দ উঠল - 'পাপা কি পরী।' বুকটা কেমন চিনচিন করে উঠল।
বাবার ডায়েরি
কতদিন বাদে বাবা আর আমি মুখোমুখি! বাইরে তখন দক্ষিণের মৃদুমন্দ হাওয়া বইছে, তেরচা হয়ে ঘরের কার্নিশ থেকে ঢুকে আসছে একফালি রোদ আর গেটের সামনে পরিজনের মত দাঁড়িয়ে থাকা মায়ের লাগানো জুঁইফুলের গাছে ফোটা জুঁইফুলের গন্ধ চুঁইয়ে পড়ছে সারা বাড়িতে। আমি সুযোগ পেয়ে অনুযোগের সুরে বলি - "আবার রজতেশ কেন? ওটা তো আমার অফিসিয়াল নেম।



