
২০১২ সালে ‘ও কলকাতা’র পথ চলা শুরু।
এক দশকের ওপর সময় ধরে বিভিন্ন বাংলা গদ্য ও প্রকাশনা নিয়ে কাজ করার পর আমাদের ডিজিটাল মাধ্যমে কিছু কাজ নতুন করে শুরু করা হচ্ছে, আজ ১৮ই এপ্রিল ২০২৩ এ।
কেন এই পরিবর্তন সেটুকু অল্প কথায় বলার চেষ্টা করছি। আমরা লকডাউনের সময় থেকে বাংলা ইবুক এবং মোবাইল অ্যাপ নিয়ে অনেক চেষ্টা করে এসেছি – আমরা দুটি অ্যাপ তৈরি করলেও বিভিন্ন টেকনিকাল সমস্যার কারনে অ্যাপ তৈরি করা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। এর পরিবর্তে যে যে সুবিধাগুলো থাকবে তা হল
১) আমাদের সাইট কেউ অফলাইন পড়তে চাইলে ওয়ার্ডপ্রেস অ্যাপে পড়তে পারবেন। কিভাবে, সেই নিয়ে বিস্তারিত পোস্ট দেওয়া হবে।
২) আমাদের প্রকাশিত ইবুকগুলি পাওয়া যাবে সমস্ত ইবুক প্লাটফর্মে। যেমন গুগল প্লে, অ্যাপল বুকস, কোবো, কিন্ডল ইত্যাদিতে (যদিও কিন্ডলে বাংলা এখনও সাপোর্টেড নয় – তাই সব বই হয়তো পাওয়া যাবে না।
৩) প্রিন্ট প্রকাশনার বিষয়টি থেকে আমরা কিছুটা হলেও পিছিয়ে আসছি – তার কারন আমাদের টিম যেহেতু বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে, তাই সব বই প্রিন্টে প্রকাশ করা সম্ভব হচ্ছে না।
৪) আমাদের লেখা গ্রহণ করা এবং প্রকাশ করার পদ্ধতিতে আপাতত কিছু পরিবর্তন হচ্ছে না।
সঙ্গে থাকুন।
টিম ‘ও কলকাতা’
Make a one-time donation
Make a monthly donation
Make a yearly donation
Choose an amount
Or enter a custom amount.
Your contribution is appreciated.
Your contribution is appreciated.
Your contribution is appreciated.
DonateDonate monthlyDonate yearly
মন্তব্য করুন