1 মিনিট

আমরা আগের পোস্টে জানিয়েছিলাম যে আমরা আমাদের ওয়েবসাইট এবং ডিজিটাল প্লাটফর্ম এ বেশ কিছু পরিবর্তন করছি। আগে আমাদের নিজস্ব মোবাইল অ্যাপ ছিল – এখন আমরা সেই অ্যাপটি বন্ধ করে দিচ্ছি। কিন্তু আপনি চাইলে ও কলকাতা পড়তে পারেন অফ-লাইন, কিভাবে – তার জন্য এই পোস্ট।
- প্রথমে ডাউনলোড করে নিতে হবে নতুন জেটপ্যাক অ্যাপ ( এই লিংক থেকে)
- তৈরি করে নিতে হবে একটি লগ-ইন, আপনি গুগল অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন।
- লগ-ইন করার পর সার্চে লিখুন okolkata.com
- সার্চ করার পর ফলো করুন, নোটিফিকেশন এনেবল করলে নতুন লেখা প্রকাশিত হওয়ার সাথে সাথে জানতে পারবেন।
আমাদের প্রকাশিত ইবুক পড়তে হলে কি করতে হবে, জানাচ্ছি পরের একটি পোস্টে।
সঙ্গে থাকুন।

মন্তব্য করুন